বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে আজ ১২জুলাই রোজ শনিবার বিকাল ৩ ঘটিকায় ৭নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সমাবেশ ও মত বিনিময় সভা বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোঃ খাজা নাজিবুল্লাহ চৌধুরী, সাবেক সহ-সভাপতি ও আহবায়ক কমিটির সাবেক সদস্য, জেলা বিএনপি নওগাঁ। ৪৭ নওগাঁ-২ (পত্নীতলা -ধামইরহাট) আসনে মনোনয়ন প্রত্যাশী, উক্ত অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব মোঃ আনোয়ার হোসেন সাবেক মেয়র, নজিপুর পৌরসভা ও সাবেক আহবায়ক, পত্নীতলা উপজেলা বিএনপি, নওগাঁ। উক্ত কর্মী সমাবেশ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জনাব মোঃ আফতাব উদ্দীন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাটিচড়া ইউনিয়ন পরিষদ পত্নীতলা,নওগাঁ এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আবু তাহের চৌধুরী (মন্টু) সভাপতি, আরাফাত হোসেন কোকো পরিষদ নওগাঁ জেলা, জনাব এম.আর মোস্তফা, যুগ্ম- আহবায়ক, নজিপুর পৌর বিএনপি নওগাঁ। জনাব মৌসুমি সুলতানা, মহিলা নেএী পত্নীতলা উপজেলা বিএনপি, নওগাঁ,জনাব মৌ পারভীন মহিলা নেএী, নজিপুর পৌর বিএনপি নওগাঁ, উক্ত কর্মী সমাবেশ ও মতবিনিময় সভায় সার্বিক তত্ত্বাবধানে মোঃ আসাদুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক পাটিচড়া ইউনিয়ন বিএনপি, পত্নীতলা নওগাঁ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব এম. আর মোস্তফা, আবহায়ক নজিপুর পৌর বিএনপি নওগাঁ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড এবং পৌর সভা থেকে এই কর্মী সমাবেশ, ও মতবিনিময় সভা ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হয়েছিলেন। পাটিচড়া ইউনিয়ন বি এন পির উদ্দগে জনসভা কে সফল করার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৭ নওগাঁ -২ পত্নীতলা -ধামইরহাট এর গন মানুষের নেতা নওগাঁ জেলা বি এন পির সাবেক সহ সভাপতি ও আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোঃ খাজা নাজিবুল্লাহর চৌধুরীর হাত কে শক্তি শালি করতে এবং দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আজকের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।