রাসেল কবির// বরিশাল ৪ মেহেন্দিগঞ্জ হিজলা ও কাজিরহাট আসনের শাপলা কলির সংসদ সদস প্রার্থী আবু সাঈদ মুসা। কাজিরহাট থানা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ১২ ই ডিসেম্বর বিকেল ৪টা ২০ মিনিটে মতবিনিময় করেন। এ সময় আবু সাঈদ মুসা বক্তব্যের মাধ্যমে বলেন। আমি নির্বাচিত হলে মেহেন্দিগঞ্জ হিজলা ও কাজিহাট একটি সন্ত্রাস মাদক মুক্ত এলাকা গড়ে তুলব। সাধারণ গরিব দুখী মেহনতি মানুষের পাশে সর্বদায়ই থাকার চেষ্টা করব। এবং মেহেন্দিগঞ্জ কাজিরহাট ও হিজলাকে উন্নয়নের গতিশীল করার চেষ্টা করব এটাই আমার প্রত্যাশা। মেহেন্দিগঞ্জ নদী ভাঙ্গল কবলিত এলাকা। আমি নির্বাচিত হলে নদী ভাঙ্গন এলাকা রক্ষা করার ব্যবস্থা করিব। এলাকার রাস্তাঘাট জনসাধারণ ও এলাকাবাসীর সুবিধার্থে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। জেলেদের জন্য সাহায্য সহযোগিতা করব। আবু সাঈদ মুসা মতবিনয় সভা আরো বলেন আমাকে বিভিন্ন মোবাইল থেকে হুমকি দেওয়া হচ্ছে এমনকি আমাকে মেরে ফেলবে। এক সপ্তাহের আমাকে ৮ বার হুমকি দেওয়া হয়। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এন সি পি এ যাবৎ ১২৫ টি আসন নির্ধারিত করা হয়েছে। এনসিপি একক ভাবেই নির্বাচনী মাঠে থাকবে বলে মতবিনিময় সভায় বক্তব্য পেশ করেন।

