রাসেল কবির// বরিশাল জেলার ১ নং আন্দার মানিক ইউনিয়নের যুবলীগের সভাপতি এলাকায় বিতর্কিত ব্যক্তি ইউপি সদস্য ও আন্দার মানিক ইউনিয়নের যুবলীগ সভাপতি মনির হোসেন পুলিশের হাতে গ্রেফতার। থানা সূত্রে জানা যায় যুবলীগের মনির হোসেন দীর্ঘদিন যুবলীগের নামে এলাকায় ক্ষমতার দাপড় দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ উঠেছে। যুবলীগ মনির দীর্ঘদিন সাধারণ মানুষকে জিম্বি করে ভয় দেখিয়ে এলাকায় রাম রাজ্য কাম করতেন। ।যুবলীগের এই মনিরের বিরুদ্ধে এলাকায় অপকর্মের অনেক অভিযোগ রয়েছে । থানা সূত্রে পুলিশ জানান গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী যুবলীগ সভাপতি মনির কে বরিশাল থেকে গ্রেফতার করেন। মনিরের বিরুদ্ধে কাজিরহাট থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান। ১৮ ই ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থেকে মনির কে এসআই মেহেদী গ্রেপ্তার করতে সক্ষম হন। অতঃপর তাহাকে কাজিরহাট থানায় নিয়ে আসেন। অবশেষে গত ৮/২/২০২৫লতা ইউনিয়নের বিএনপি’র সভাপতি হুমায়ুন, কবির,শাহীনকে সন্ত্রাসী বাহিনীরা গুলিবর্ষণ করে ও বোমা ফাটিয়ে হত্যার চেষ্টা চালান অবশেষে শাহীন কাজিরহাট থানায় ১০ জনকে এজাহার ভুক্ত আসামি করে একটি মামলা দায়ের করেন।পূর্বে ওই মামলায় এজাহার কারী একাধিক আসামিকে গ্রেফতার করেআদালতে প্রেরণ করেন। ওই মামলার ধারাবাহিকতায় যুবলীগ সভাপতি মনির হোসেন কে সন্দেহভাজন গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠাবার প্রস্তুতি চলছে। এ বিষয় কথা হয় কাজির হাট থানার অফিসার ইনচার্জ নবিউল হাসানের সাথে। তিনি জানান আমাদের অভিযান অব্যাহত আছে অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না।

