রাসেল কবির কাজিরহাট থানা প্রতিনিধি
বরিশাল জেলার কাজিরহাট এস আই মজিবর সঙ্গীও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া কাজিরহাট থানাধীন ৭নং ভাষানচর ইউনিয়নের সাত হাজারবিঘা সাকিনের জনৈক দুলাল বেপারীর বসত ঘরের সামনে কাজিরহাট টু সায়েস্তাবাদ পাকা রাস্তার উপর থেকে আসামী- ১। মোঃ রোমান খান(২৯), পিতা- মোঃ রতন খান, সাং-সোনাপুর, ০৮নং ওয়ার্ড, ০২নং লতা ইউ/পি, থানা-কাজিরহাট, জেলা-বরিশাল এবং তার হেফাজত হতে উদ্ধার ও জব্দকৃত আলামত ০৫(পাঁচ) পিছ মাদক ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৩,১০০/- (তিন হাজার একশত) টাকা সহ গ্রেফতার করেন।তাহার বিরুদ্ধে ১। (51HXW) বরিশাল এর কাজিরহাট থানার ,এফআইআর নং-৬, জি আর নং-৮৫, তারিখ- ১৫ অক্টোবর, ২০২৪; ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ২। (9NGQQ) বরিশাল এর কাজিরহাট থানার এফআইআর নং-৩, জি আর নং-২২, তারিখ- ০২ মার্চ, ২০২৪; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৩। (91KPG) বরিশাল এর কাজিরহাট থানার এফআইআর নং-৩, ২০২৩; জিআর নং-১৩, তারিখ-০৬ ফেব্রুয়ারি, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৪। (186DC) বরিশাল এর কাজিরহাট থানার এফআইআর নং-১, জি আর নং-১/১৩, তারিখ- ০৩ ফেব্রুয়ারি, ২০২০; ধারা-৯(৩)/৯(৪)(খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ (সংশোধনী ২০০৩); ৫। (17HVQ) বরিশাল এর কাজিরহাট থানার এফআইআর নং-৪, জি আর নং-৯১/১৯, তারিখ- ১৪ সেপ্টেম্বর, ২০১৯; ধারা-৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৬। (15M2T) বরিশাল এর কাজিরহাট থানার এফআইআর নং-১, জি আর নং-৫৪/১৯, তারিখ-০৮ জুন, ২০১৯; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মামলা সমূহ পাওয়া যায়।এই ব্যাপারে কাজিরহাট থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান সামনে সাথে আলাপ করলে। সে জানায় রোমান একজন মাদক ব্যবসায়ী। কোন প্রকারে মাদক ব্যবসায়ীকে সহায়তা করা হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

