ঢাকাWednesday , 8 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কাজিরহাটে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর সাক্ষীকে মারধরের অভিযোগ।

দেশ চ্যানেল
October 8, 2025 1:05 pm
Link Copied!

রাসেল কবির//বরিশাল জেলার কাজিরহাট থানাধীন ৬নং বিদ্যানন্দনপুর ইউনিয়নে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূ ও তাঁর এক সাক্ষীকে মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত গৃহবধূ জোসনা বেগম (৩৫) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ০৮/১০/২০২৫ ইং তারিখ সকাল আনুমানিক ০৮:০০ ঘটিকার সময় বিদ্যানন্দনপুর ইউনিয়নের চর মাধবরায় গ্রামের বাসিন্দা, গৃহবধূ জোসনা বেগম তাঁর বাবার বাড়ির সামনের রাস্তায় (সুপারি বাগানে) গেলে প্রতিবেশী কাওসার চৌকিদার (৩৫) তাঁকে একা পেয়ে কু-প্রস্তাব দেয়।

বাদী জোসনা বেগম ওই কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিবাদী কাওসার চৌকিদার ক্ষিপ্ত হয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করতে নিষেধ করলে একপর্যায়ে বিবাদীর ভাই রাশেদ চৌকিদার (২৫) ঘটনাস্থলে এসে কাওসারের সাথে যোগ দিয়ে গৃহবধূকে এলোপাথারি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখম করে।

এ সময় গৃহবধূ জোসনা বেগমের ডাক-চিৎকারে ১নং সাক্ষী (যার নাম অভিযোগে উল্লেখ নেই) তাঁকে বাঁচাতে এগিয়ে আসলে, বিবাদীরা তাঁকেও মারধর করে জখম করে। পরে আশপাশের লোকজন এসে তাঁদেরকে বিবাদীদের হাত থেকে উদ্ধার করে।

অভিযোগে আরও বলা হয়েছে যে, মারধরের পর বিবাদীরা গৃহবধূ ও তাঁর সাক্ষীকে প্রাণনাশের হুমকি-ধামকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

অসহায় গৃহবধূ জোসনা বেগম অভিযোগ করেছেন যে, তিনি অসুস্থ স্বামীর স্ত্রী হওয়ার সুযোগ নিয়ে বিবাদীরা দীর্ঘদিন ধরে তাঁকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। বর্তমানে তিনি এবং সাক্ষী উভয়ই চিকিৎসারত আছেন।

এ বিষয়ে কাজিরহাট থানা কর্তৃপক্ষ অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST