রাসেল কবির//বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা ৭ নং ভাসানচর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রহমান ফারুকের বাড়িতে ৮ নভেম্বর গভীর রাতে যে কোনো সময় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর দাবি একদল সন্ত্রাসী বাহিনী আগুন ধরিয়ে দেয় এবং ককটেল বিস্ফোরণে কারণে গভীর রাতে বিকট শব্দ হয় ।
তিনি আরো জানায় প্রকাশ্যে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের সনাক্ত করে আইনের আওতায় এনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ কারীদের বিচারের দাবি জানাচ্ছে।এ বিষয়ে কাজিরহাট থানা এস আই মেহেদী সাথে কথা হলে তিনি জানায় ঘটনা স্থলে এসেছি। কাজিরহাট থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি জানান,আমি ঘটনা স্থানে গিয়েছিলাম। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিব।

