মোঃ আতিকুর রহমান আজাদ মাদরীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে উপজেলার আলিনগর, পূর্ব এনায়েতনগর, শিকার মঙ্গল, বাঁশগাড়ি, সিডি খান, কয়ারিয়া ও সাহেবরামপুর ইউনিয়নে ১৬ টি বকনা বাছুর (গরু) বিতরন করা হয়েছে। আজ বুধবার দুপুরে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উত্তম কুমার দাশ, জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ও কালকিনি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রণব কুমার প্রমুখ।
নির্বাহী কর্মকর্তা বলেন, যেসমস্ত জেলে জাটকা ইলিশ নিধন করেন। তাদেরকে এ জাটকা ইলিশ নিধন বন্ধ করতে ওই সমস্ত জেলেদের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়। এতে করে তারা তার পরিবার নিয়ে স্বাবলম্বী হতে পারবে।