ঢাকাThursday , 4 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে শিশু সন্তানের সামনে মাকে কুপিয়ে হত্যা! আটক-১-

দেশ চ্যানেল
September 4, 2025 12:09 pm
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে ৫ বছরের শিশু সন্তানের সামনে পাখি বেগম (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার গভীর রাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহাদাত হাওলাদারের স্ত্রী পলি বেগমকে আটক করেছেন পুলিশ।

নিহত পাখি বেগম উপজেলার এনায়েতনগর এলাকার উত্তর মাঝের কান্দি গ্রামের সৌদী প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এদিকে এই ঘটনায় বিচারের দাবিতে থানা ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। এ সময় উপস্থিত ছিলেন, নিহতের মা সারমিন বেগম, নিহতের শাশুড়ি নাজমা বেগম, মারিয়া, মাকসুদা, নুরজাহান, রহমান ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রবাসীর স্ত্রী পাখি বেগম রাতের খাবার খেয়ে ৫ বছরের শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে দুর্বৃত্তরা পাখি বেগমের বসত ঘরের চালে ইটপাটকেল ছুড়ে মারে। সেই ইটপাটকেলের শব্দে পাখি বেগম উঠে দরজা খুলে বাহিরে আসেন। এ সুযোগে কয়েকজন দুর্বৃত্তরা ঘরে ঢুকে শিশু সন্তানের সামনেই এলোপাথাড়ি পাখি বেগমকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ওই শিশুর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় শাহাদাত হাওলাদারের স্ত্রী পলি বেগমকে আটক করেন কালকিনি থানা পুলিশ। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মার্গে প্রেরণ করেছেন।

এ বিষয়ে নিহতের শাশুড়ি নাজমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে আমার পুত্রবধূকে খুন করা হয়েছে। খুনের ঘটনার সময় (রাতে) পলী বেগম তার বাড়িতে বসে ঢোলটগর পিটিয়ে নাচগান করেছে। যাতে করে খুনের ঘটনা কেউ টের না পায়।

সেই সঙ্গে পলির স্বামী শাহাদাত হাওলাদার ও পলির বাবা ইউনুস সরদারের এই খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন তিনি।

এ বিষয়ে জানতে গেলে অভিযুক্ত শাহাদাত ও ইউনুসকে এলাকায় পাওয়া যায়নি।

কালকিনি থানার এসআই রাসেল জানান, তাকে আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা জানান, খবর পেয়ে আমরা পাখির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST