রশিদুল ইসলাম
কালিগঞ্জ উপজেলা(লালমনিরহাট)
লালমনিরহাট-২ আসনের নৌকার মাঝি জননেতা নুরুজ্জামান আহমেদ এর নির্বাচনী প্রচারণায় জনবন্ধু আবু হানিফ চয়নের নেতৃত্বে মদাতী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেমে পড়েছে, তিনি সহ তার কর্মী সমর্থক গণ।
জনবন্ধু আবু হানিফ চয়ন মানুষের বাড়িতে গিয়ে লোকজনের কাছে গিয়ে নৌকা মার্কার পক্ষে ভোট চান।তিনি বলেছেন মন্ত্রী মহদয় মদাতী ইউনিয়নের জনগন কে অনেক ভালবাসেন।তিনি সবসময় তাহার এলাকার জনগন এর উন্নয়ন চান।তিনি বলেছেন এই বার নির্বাচনে বিজয়ী হলে তিনি লালমনিরহাট-২ আসনে আরও ব্যাপক উন্নয়ন মূলক কাজ করবেন বলে জানিয়েছেন।এবং জনগনকে সবসময় পাশে থাকার আহবান জানান তিনি।