জেলা প্রতিনিধিঃ নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলায় নড়াইল ১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুজা মন্ডব পরিদর্শন করেছেন।
সূত্রে জানা যায়,এবছর কালিয়া উপজেলায় ১৫২ টি মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় কালিয়া উপজেলার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইল -১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন। এ সময় তিনি মন্ডবের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন।শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেক পূজা মন্ডবে থেকে ৫ হাজার টাকা প্রদান করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রুনু সাহা, পৌর মেয়র ওহিদুজ্জামান হিরা, সাবেক উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমান ওসি, কালিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস প্রমুখ।
এসময় সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সকলে এদেশের নাগরিক,আমরা সকলে একই সমাজের সুতায় গাথা। আমরা ধর্মীয় সম্প্রতি বজায় রেখে এই উৎসব পালন করবো। আমরাপ্রত্যেকে একে অপরের পরিপূরক।

