ঢাকাThursday , 27 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • কালিহাতী প্রেসক্লাবে দুস্কৃতিকারীদের হামলা-ভাঙচুর,নগদ টাকা লুটপাট।

    দেশ চ্যানেল
    February 27, 2025 1:02 pm
    Link Copied!

    টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের কালিহাতীতে দুস্কৃতিকারীরা কালিহাতী প্রেসক্লাবে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসময় প্রেসক্লাবে থাকা নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে এমন অভিযোগ তুলেছেন প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত এবং সাধারণ সম্পাদক মুশফিকুর মিল্টন।

    জানাগেছে, ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি মাসে জাকমকপুর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেন-এরা হলেন রশীদ আহম্মেদ আব্বাসী ,রঞ্জন কৃষ্ণ পন্ডিত,তারেক আহমেদ ও দাস পবিত্র। এর মধ্যে রঞ্জন কৃষ্ণ পন্ডিত ৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। দ্বিতীয় হন দাস পবিত্র তৃতীয় হন রশীদ আহমেদ আব্বাসী ও চতুর্থ হন তারেক আহমেদ।

    সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বদ্বিতা করেন মুশফিকুর মিল্টন ও বাদশা মিয়া এবং সুমন ঘোষ। এদের মধ্যে মুশফিকুর মিল্টন বিপুল ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকেই পরাজিত প্রার্থীদের মধ্যে শুরু হয় নানা ষড়যন্ত্র,গড়ে তুলেন রিপোর্টার্স ইউনিটি নামে একটি সংগঠন। সম্প্রতি কালিহাতী প্রেসক্লাবে বিএনপির এক নেতা মতবিনিময় করলে প্রেসক্লাব নিয়ে পরাজিতরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কুটুক্তি করেন এবং অনলাইনে সংবাদ করেন যাহা প্রেসক্লাবের সংবিধান পরিপন্থি।

    এরই প্রেক্ষিতে প্রেসক্লাবের কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক রশীদ আহম্মেদ আব্বাসী,আনিছুর রহমান শেলী ও মিজানুর রহমান শামীমকে কারণ দর্শানোর নোটিশ দেন। তারা নোটিশের কোন প্রকার জবাব না দিয়ে প্রেসক্লাবের সভাপতি-সম্পাদককে নিয়ে নানা অকথ্য বাক্য প্রদান করেন। পরপর তিনটি নোটিশের জবাব না দেওয়ায় কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাদের সদস্যপদ স্থগিত ঘোষনা করেন। এ আক্রোশে স্থানীয় বিএনপির নেতাদের ভুল বুঝিয়ে ও কালিহাতী যুবদলের বহিস্কৃত নেতা সাবেক পৌর মেয়র আ. জব্বারের ছেলে রফিকের নেতৃত্বে বুধবার সকালে উপজেলার গ্রন্থাগারে ২য় তলায় অবস্থিত প্রেসক্লাবের তালা ভেঙে ফেলে । এসময় দুস্কৃতিকারীরা প্রেসক্লাবের গুরত্বপুর্ণ কাগজপত্রসহ নগদ টাকা লুট করে নেয়।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, আউলিয়াবাদের বিতর্কিত সাংবাকিরা কিছু বখাটে ও নেশাখোর লোকদের সাথে নিয়ে এসে প্রেসক্লাবের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে নেশাখোর ছেলেরা প্রেসক্লাবের মালামাল লুট করে নিয়ে যায়।

    এ বিষয়ে প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মুশফিকুর মিল্টন জানান, খবর পেয়ে দ্রত প্রেসক্লাবে গিয়ে দেখি তালা ভাঙা। ভিতরে প্রযোজনীয় কাগজপত্র এলামেলো ও প্রায় ৪৪ হাজার  টাকা লুট হয়েছে।

    কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত জানায়, প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্র তাদের পরাজিত হওয়ার পর থেকেই। সম্প্রতি তাদের সদস্যপদ স্থগিত করার পর আরও বেপরোয়া হয়ে উঠেন। বুধবার সকালে স্থানীয় নেশাখোর ছেলেদের নিয়ে রশীদ আব্বাসী,মনিরুজ্জামান  মতিনের নেতৃত্বে প্রেসক্লাবে হামলা চালিয়ে ভাঙচুর করে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST