সরদার রইচ উদ্দিন টিপু জেলা প্রতিনিধি , নড়াইল।
নড়াইলের কালিয়ায় বিএনপি-জামাতের সন্ত্রাসী কর্তৃক যুবলীগকর্মী আজাদ হত্যা মামলা দ্রæত বিচার আইনে এনে ও আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় পেড়লী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে পেড়লী বাজারস্থ ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সম্মুখের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ নানা শ্রেণিপেশার সহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। পেড়লী ইউনিয়ন যুবলীগ সভাপতি ও নিহত আজাদের ছোট ভাই মোঃ সাজ্জাদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কালিয়া উপজেলা যুবলীগের আহব্বায়ক খান রবিউল ইসলাম, যুগ্ম আহব্বায়ক আশীষ কুমার ভট্রাচার্য্য, পেড়লী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আনিসুল ইসলাম বাবু, হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের সাবেক সভাপতি আ’লীগনেতা নজরুল ইসলাম শেখ, ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পলাশ মাহমুদ মোল্যা,হাজী রেজাউল করিম শেখ (অবঃ শিক্ষক), পেড়লী বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু মুছা রানা, মাওঃ মহিউদ্দিন শেখ, নিহত আজাদের সন্তানহারা মা খুরশিদা বেগম ও তার বিধাব স্ত্রী হালিমা বেগম প্রমুখ। বক্তারা বলেন, ‘বিএনপি-জামাত সন্ত্রাসীদের হামলায় নিহত যুবলীগকর্মী আজাদ শেখ হত্যাকান্ডটি একটি চাঞ্চল্যকর রাজনৈতিক হত্যাকান্ড। প্রায় দুইমাস অতিবাহিত হলেও অদ্যাবধি কোনো আসামী গ্রেফতার হয় নাই। বক্তারা মামলাটি দ্রুত বিচার আইনে তালিকাভুক্ত করে অচিরেই আজাদ হত্যাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান। যুবলীগ কর্মী নিহত আজাদের মা খুরশিদা বেগম ও বিধবা স্ত্রী হালিমা বেগম নিহতের এতিম দুই শিশুপুত্রকে কোলে নিয়ে বক্তৃতাকালে কান্নাজড়িত কন্ঠে সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।