ঢাকাTuesday , 20 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

কুয়েটে সেনাবাহিনীর তল্লাশি মিললো মাদক সেবনের আলামত।

দেশ চ্যানেল
August 20, 2024 12:11 pm
Link Copied!

জিয়া চৌধুরী (খুলনা প্রতিনিধি)

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েটে)’র আবাসিক হলের কয়েকটি কক্ষে টানা তিন ঘন্টা তল্লাশি চালিয়ে মাদক সেবনের আলামত ছাড়া আর কিছুই উদ্ধার হয়নি সেনাবাহিনী।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০ টা থেকে তল্লাশি শুরু হয়। শেষ হয় বেলা ১ টায়। সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নাসির উদ্দিনের নেতৃত্বে ১৬ সদস্যের সেনাবাহিনীর একটি দল, খানজাহানআলী থানার ২০/২৫ জন পুরুষ এবং মহিলা পুলিশ সদস্য, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক (ডিএস ডব্লিউ),বিভিন্ন হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্টসহ সাধারণ শিক্ষার্থীরা এ তল্লাশিতে অংশ নেয়। তল্লাশিকালে বিশ্ববিদ্যালয়ের ৬ টি ছাত্র এবং একটি ছাত্রী হল থেকে কোন আগ্নেয় অস্ত্র, লাঠিসোঠা, মাদকদ্রব্য উদ্ধার না হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ড. এম এ রশিদ হলের কয়েকটি কক্ষ থেকে মাদক সেবনের বেশ কিছু আলামত উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামীকাল বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬ টা থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। ২৫ আগস্ট থেকে যথারীতি শিক্ষা কার্যক্রম (ক্লাস) শুরু হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ২১ আগস্ট সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সভা কক্ষে কুয়েটের পার্শ্ববর্তী এলাকাসমূহ ফুলবাড়িগেট,খানাবাড়ী, তেলিগাতী, যোগীপোল, মহেশ্বরপাশাসহ পার্শ্ববর্তী এলাকা সমূহের যে সকল বাড়িতে কুয়েটের শিক্ষার্থীরা ভাড়া থাকে সে সকল বাড়ির মালিকদের সঙ্গে পার্শ্ববর্তী থানা সমূহের অফিসার ইনচার্জ এর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন মত বিনিময় সভা করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST