জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর কেএমএইচ সরকারি কলেজের একাদ্বশ শ্রেণির শিক্ষার্থী উপজেলার কাগমারি গ্রামের আদিল উদ্দিনের মেয়ে রিমা খাতুন কে বাল্য বিবাহ করার অপরাধে বর মানিকদিহী গ্রামের ইসরাইলের ছেলে মোঃ তৌহিদুর রহমানকে গত সোমবার (২৬ফেব্রুয়ারী) মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে কথা বলা হয় কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উছেন মে এর সাথে, তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাল্য বিবাহের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বাল্য বিবাহ সমাজের জন্য অভিশাপ। যার কারণে সরকার বাল্য বিবাহ বন্ধে কঠোর নিদের্শনা দিয়েছেন।
কোটচাঁদপুর উপজেলায় বাল্য বিবাহ বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করা হয়েছে। বাল্য বিবাহের বিরুদ্ধে অভিযান নিয়মিত চলমান থাকবে বলে তিনি জানান।
সেসময় আরও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিলা বেগমসহ অন্যান্যরা। মেয়েকে তার চাচা মোঃ জসিমউদ্দীন এবং দুলাভাই মোঃ সজল হোসেনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। ছেলে ও মেয়ে এই মর্মে অঙ্গীকার করেছে যে মেয়ের বয়স ১৮ পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ে তার বাবার বাড়িতেই থাকবে, মেয়ে লেখাপড়া চালিয়ে যাবে এবং ছেলে মেয়েকে লেখাপড়া করার জন্য সার্বিক সহযোগিতা করবে।