জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে সংখ্যালগু সম্প্রদায় একজনের বাড়ীতে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিন গত রাত আনুমানিক ২:৩০ টার সময় উপজেলার রাজাপুর গ্রামের মনোরন্জন মিত্রের ছেলে প্রবীর মিত্রের বাড়ীতে এ আগুনের ঘটনা ঘটে। কে বা কাহারা এ আগুনের ঘটনা ঘটিয়েছে নিশ্চিতভাবে কেহ বলতে পারছে না। সরেজমিনে গিয়ে জানাযায়, প্রবীর মিত্রের ঘরের গ্রীলে কিছু পুররতন কাপড় ঝুলানো ছিলো দুর্বৃত্তরা ওগুলোতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন দাউ দাউ করে যখন জ্বলে উঠে তখন আমার ঘরে থাকা জামাই পলাশ বিশ্বাস টের পেয়ে আগুন আগুন করে চিৎকার করলে আমার সবাই মিলে আগুনে পানি দেওয়া চেষ্টা করি। যত পানি ঢালি ততোই আগুন বৃদ্ধি পায়। পানি ঢালতে ঢালতে এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণ হয়। প্রবীর মিত্রকে জিগ্যেস করা হয় কে বা কাহারবা আগুন দিতে পারে? উত্তরে তিনি জানান, দেড় মাসের ব্যাবধানে আমার বাড়ীতে চাঁদা দাবী করে ছয়টি চিঠি দিয়েছে দুর্বৃত্তরা। যার প্রথম চিঠিতে চাদা দাবী করা হয়েছে পনের লাখ, দ্বিতীয় চিঠিতে দশ লাখ, তৃতীয় চিঠিতে পাঁচ লাখ তারপর চার লাখ, তিন লাখ, সর্বশেষ আগুনের ঘটনার রাতে পন্চাশ হাজার টাকা চাঁদা দাবী করে। সব চিঠিতেই টাকা পৌঁছে দেওয়ার একই ঠিকানা উল্লেখ করা হয়েছে কালীগঞ্জ উপজেলার বারোবাজার ট্রেন লাইনের পাশে পেপে বাগানে। আগুন ধরানোর সাথে সাথে টের পাওয়াতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সংখ্যালগু সম্প্রদায়ের বাড়ীতে আগুনের খবর পেয়ে সাফদারপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তড়িৎ ঘটনা স্থানে আসেন এবং সংখ্যালগু সম্প্রদায়দেরকে খোঁজখবর নেন। পরে বিষয়টি কোটচাঁদপুর সার্কেল অফিসার মুন্না বিশ্বাস কে জানালে তিনি ও ঘটনা স্থান পরিদর্শন করে তাদেরকে আশ্বস্ত করেন এবং থানায় একটি জিডি করার পরামর্শ দেন। পরে তদন্ত করে ব্যাবস্তা নিবেন বলে জানান।