জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর শহর থেকে মাদকদ্রব্য উদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত পুলিশী অভিযান ও তল্লাশী কার্যক্রম পরিচালনার অংশ হিসাবে ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ আবু সায়েম এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এক কেজি গাঁজা সহ মোঃ লিপন আলী (২৮) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ লিপন আলী চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার হাসাদাহ গ্রামের মোঃ মহিদুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (২৭ফেব্রুয়ারী) কোর্টচাঁদপুর পৌর শহর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এক কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা সহ এই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা।
আসামী লিপন আলী দীর্ঘদিন যাবৎ কোটচাঁদপুর এলাকায় অবৈধ মাদক দ্রব্য গাঁজা বিক্রয় করে আসছিল। আসামীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে জেলা কারাগারে পাঠানো হবে বলে থানা সুত্রে জানা গেছে।