ঢাকাMonday , 16 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুরে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ইউএনও লাঞ্ছিত।

দেশ চ্যানেল
December 16, 2024 2:41 pm
Link Copied!

ঝিনাইদহ জেলা প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দেওয়ার আগে বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া গেছে । এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে জনতার হাতে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

এর মধ্যে ছিল সকাল ৮টায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। এ লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল ৮টার আগে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিগত দিনের মতো শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন ও শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। এ ছাড়া মাইকেরও কোনো ব্যবস্থা নেই।

এমন পরিবেশ দেখে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সবার মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। এর মধ্যে সকাল ৮টায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা থাকলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে শহীদ মিনারে আসেন ৮টা পাঁচ মিনিটে। এতে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ধরে লাঞ্ছিত করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ সময় নির্বাহী কর্মকর্তার গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করে ভাংচুর করে উত্তেজিত জনতা।

পরে সকাল ১০টার দিকে স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলে ও সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতা নিয়ে নির্বাহী কর্মকর্তা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে’র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি।

কোটচাঁদপুর মডেল থানার ওসি কবির হোসেন মাতব্বর বলেন, ‘শহীদ মিনারে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হলেও এখন পুরোপুরি শান্ত আর কোনো ঝামেলা নেই। সরকারি প্রোগ্রাম ইউএনও মহোদয় উপস্থিত থাকাবস্থায় ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST