জাহাঙ্গীর আলম, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন বলে জানা যায়। ১২ই ডিসেম্বর মঙ্গলবার সকালে কোটচাঁদপুর পৌর এলাকার চৌগাছা স্টান্ড কাঁচা বাজারে ১৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। জানা যায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে গতকাল সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উছেন মে। এ সময় তিনি গিয়াস উদ্দিন (৬৫) কে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ১৫০০ টাকা জরিমানা করেন এবং পাইকারী ও খুচরা ব্যাবসায়ীদের অযাথা দাম বৃদ্ধি না করার আহবান জানান। এ সময় উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান, উপজেলা কৃষি সম্পসারন অফিসার হুমায়ূন কবির সহ উপজেলা প্রশাসন কর্মকর্তা ও মডেল থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।