মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ
সরকারি চাকরি ক্ষেত্রে কোটা সংস্কারের দাবি ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আন্দোলনে করেছ শিক্ষার্থীরা।বুধবার সকাল প্রায় ১০:৩০ মিনিটের দিকে নারায়ণগঞ্জ শহরের রাস্তার প্রাণকেন্দ্র চাষাড়াতে খন্ড খন্ড মিছিল নিয়ে অবস্থান নিতে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।আন্দোলনের প্রথমদিকে শিক্ষার্থী কম থাকলেও বেলা বাড়তে থাকলে,চতুর দিক থেকে একের পর এক মিছিল নিয়ে যুক্ত হতে থাকে শহরের বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।চাষাড়ায় সকল শিক্ষার্থী একত্রে হলে জনসমুদ্রের সৃষ্টি হয়।কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকে।শহরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা একএিত হলে কিছু ছাত্র-ছাত্রীরা রাস্তার বিভিন্ন পয়েন্টে বাঁশ দিয়ে আটকে দিয়ে রাস্তা বন্ধ করে বসে যায়।সারা জমিনে দেখা যায়-একমাএ জরুরী রোগীর যানবাহন ছাড়া সকল ধরনের যানবাহন আটকে দেয় শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়িও।বিভিন্ন কলেজ হতে আগত শিক্ষার্থীরা বলেন-কোটা বাতিল নয় কোটা সংস্কারের দাবি জানাচ্ছি,কোটার কারণে মেধাবী শিক্ষার্থীরা যাহাতে চাকরি হতে বঞ্চিত না হন সেদিকে সরকারের লক্ষ্য থাকতে হবে।শিক্ষার্থীরা আরো বলেন-কোটার কারণে যদি ভালো লেখাপড়া করে চাকরি না পাই তাহলে লেখাপড়া করে কি লাভ।তাই সরকারের নিকট শিক্ষার্থীদের জোর দাবি কোটা সংস্কার করে দেশের সকল মেধাবী শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হউক।