আবদুর রহিম কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বন্যার পানির তীব্র চাপে ভেঙে গেলো মুছাপুর স্লুইসগেট। স্লুইসগেট ভেঙে যাওয়ায় কোম্পানীগঞ্জের সঙ্গে সোনাগাজী উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এই ছাড়া ও কোম্পানীগঞ্জের অসংখ্য বসতবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। স্লুইসগেটটি নতুন করে তৈরির দাবীদেতে সাধারণ মানুষ একের অধিক মানববন্ধন করাতে, একটা সংস্থা উদ্যোগ নিয়ে নদীর পানির স্রোত কমানোর লক্ষ্য ক্লক পেলতে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দকে দায়িত্ব দেন।
দায়িত্বরত ব্যাক্তিদের বিরুদ্ধে অনিয়মের মিথ্যা তথ্য প্রচার করার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ( ১০ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় উপজেলার মুছাপুর ইউনিয়নের মৌলবি বাজারস্থলে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি- হাফেজ আব্দুল হক শাহাজানের সভাপতিত্বে ও মুছাপুর ইউনিয়ন যুবদল নেতা শাহজালাল ইমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মনছুরুল হক বাবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক- মাইন উদ্দিন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-মুছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রািহীম, কাউছার উদ্দিন মামুন,ওমর ফারুক শামীম,মো: বেলাল উদ্দিন প্রমুখ।