আবদুর রহিম কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সোমবার ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বসুরহাট পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি ও সহযোগী সংগঠন, যুগান্তর স্বজন সমাবেশের স্বজনেরাসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক- সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম, সহকারি কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের প্রমূখ। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী বিজয় মেলা উদ্বোধন করা হয়।