আবদুর রহিম: (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিয়মবহির্ভূতভাবে স্বাস্থ্যসেবা প্রদান ও মেয়াদোত্তীর্ণ কাগজপত্র ব্যবহার করার দায়ে দুই হাসপাতালকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বসুরহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।
অভিযানকালে দেখা যায়, বসুরহাট প্রাইভেট হাসপাতাল এবং সালেহা প্যাথলজি অ্যান্ড আল্ট্রাসনোগ্রাফি সেন্টার দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছে। একই সঙ্গে প্রতিষ্ঠানদুটি সঠিকভাবে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না করে অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা দিচ্ছিল বলে নিশ্চিত হন ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় অবৈধভাবে হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানুষকে নিরাপদ স্বাস্থ্যসেবা দিতে এসব অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে।”
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলেও নিয়মবহির্ভূত স্বাস্থ্যসেবাদাতাদের বিরুদ্ধে আরও তদারকির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

