আবদুর রহিম- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ১ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে ধানের শীষের সমর্থনে উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় মানিকপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিরাজপুর ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মহি উদ্দিন চৌধুরী টকি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম রবিন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন—
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতোয়ার হোসেন পাবেল, সাবেক সিনিয়র সহ–সভাপতি হোসেন মোহাম্মদ এরশাদ, চরপার্বতী ইউনিয়ন বিএনপির নেতা কবির আহমেদ, সিরাজপুর মহিলা দলের সাবেক সভাপতি সাজেদা রবিন রিনু, সিরাজপুর ১ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হায়দার বাবু, বিএনপি নেতা শাহজাহান কবির স্বর্ণাল এবং চরপার্বতী ইউনিয়ন যুবদল নেতা ইমাম হোসেন রাহাদ।
এ ছাড়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন প্রবাসী বিএনপি নেতা ইকবাল হোসেন সবুজ।
সভায় বক্তব্যকালে নেতৃবৃন্দরা বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিকে সফল করতে স্থানীয় পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় সিরাজপুর ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন এবং ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

