মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি”-এ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ আগস্ট সোমবার সকালে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।
জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদের সভাপতিত্বে অতিথি ছিলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ এবং জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহ্বায়ক এ্যাডভোকেট মনজিলা সুলতানা।
আলোচনা সভায় বক্তারা বলেন, খাগড়াছড়িতে মাছের চাহিদার অর্ধেকেরও কম স্থানীয়ভাবে উৎপাদিত হয়। ফলে প্রতিবছর পার্শ্ববর্তী জেলা থেকে মাছ আমদানি করতে হচ্ছে। এ ঘাটতি পূরণে আধুনিক চাষাবাদ ও প্রযুক্তি নির্ভর খামার ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান। মৎস্য সপ্তাহ উপলক্ষে জলাশয়ে পোনা অবমুক্তকরণ, খামারিদের প্রশিক্ষণসহ নানাবিধ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর।
পানছড়ি: পানছড়িতেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। সকালে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পোনা মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব জসীম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব ইব্রাহিম খলিল। এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ আলী স্থানীয় মৎস্যচাষী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চারজন সফল মৎস্যচাষীকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। আলোচনা শেষে অতিথিবৃন্দ স্থানীয় জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেন।