ঢাকাSaturday , 8 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • খুব শিগগিরই মাঠে নামছে যৌথ বাহিনী পাকড়াও করবে সন্ত্রাস চাঁদাবাজদের রক্ষা পাবে না কেউ ।

    দেশ চ্যানেল
    February 8, 2025 11:36 am
    Link Copied!

    বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

    খুব শিগগিরই কঠোর হয়ে মাঠে নামছে যৌথবাহিনী , পাকড়াও করবে বিশৃঙ্খলাকারীদের অন্যায়কারীরা সে যেই হোক ছাড় পাবে না কেউ। সবাইকে কঠোর হতে দমন করা হবে। বর্তমান দেশজুড়ে বহমান যে পরিস্থিতি এই পরিস্থিতির হাত থেকে পরিত্রাণ করতে যে যে পদক্ষেপ নেয়ার প্রয়োজন বাংলাদেশ যৌথবাহিনী তা গ্রহণ করবে। দল ব্যক্তি বা ছাত্র কোন পরিচয় কাজ হবে না দেশের শান্তি আসুক শৃঙ্খলা ফিরে আসুক এটা আমাদের কাম্য। ইতিমধ্য বিশৃঙ্খলা কারীদের কারণে দেশের সকল সেক্টরের প্রশাসনের অনেকটাই বদনাম কাঁধে নিতে হয়েছে সকল বদনাম মুছে দুর্বার গতিতে এগিয়ে যাবে যৌথবাহিনী পদক্ষেপ নেবে কঠোর অবস্থানে থেকে আইন-শৃঙ্খলার অবনতি থেকে দেশকে রক্ষা করতে সকল বিষয়ে ম্যাজিস্ট্রি পাওয়ার নিয়ে মাঠে থাকবে যৌথ বাহিনী ।

    যদিও চলমান প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে ভুক্তভোগী সাধারণ জনগণ অনেকটাই অনাস্তার চোখে দেখছে সকল মহলের প্রশাসনকে । অথচ দেশ রক্ষার্থে অতন্দ্র প্রহরী হিসেবে সমরে দেহী মোরা প্রাণ উক্তিটি সর্বদা কাজে লাগিয়ে দেশ মাতৃকাকে রক্ষা করতে অতপ্রত নিয়োজিত থাকে সেনাবাহিনীর দল সাথে অন্যান্য বাহিনী তো রয়েছেই তবে বর্তমান পরিস্থিতিতে দিন যত ঘনিয়ে আসছে দেশের সাধারণ মানুষ ততটাই নিরাপত্তাহীনতায় ভুগছে তাই যত দ্রুত সম্ভব হয় যৌথ বাহিনী মাঠে নামবে এবং দেশ ও জনগণের শান্তি রক্ষার্থে কঠোর পদক্ষেপ এর সাথে সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্যকারী দমন করা হবে বিষয়টি নাগরিক ভাবনা কে নিশ্চিত করেছে খুলনা বিভাগের যৌথ বাহিনীর দায়িত্বরত প্রধান কর্তা।

    তিনি আরো বলেছেন দেশে ইতোমধ্যে অনেক ক্ষতি সাধিত হয়েছে জাতীয় সম্পদ বিনষ্ট হয়েছে সাধারণ জনগণ সর্বদা আতঙ্কে থাকছে কয়েক মাসের ব্যবধানে অসংখ্য তাজা প্রাণ ঝরে গেছে আশা করছি যৌথ বাহিনী মাঠ পর্যায়ে নেমে সন্ত্রাস ও চাঁদাবাজ উশৃঙ্খলাকারীদের দমনের দায়িত্ব হাতে নিলে অচিরেই দেশে শান্তি ফিরে আসবে।

    তবে সাধারণ জনগণের ও সক্রিয় অবস্থানে থেকে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সহযোগিতা করতে পাশে থাকতে হবে এবং অদম্য সাহসিকতার সঙ্গে গোপনে লুকিয়ে থাকা সন্ত্রাস চাঁদাবাজদের তথ্য দিতে হবে। তবে যৌথ বাহিনী এ ধরনের সিদ্ধান্ত নিলেও দেশের সর্ব মহলের জনগণ কিছুতেই আশ্বস্ত হতে পারছে না কারণ ইতোমধ্য সেনাবাহিনী ম্যাজিস্ট্ররি পাওয়ার নিয়ে মাঠে থাকা সত্ত্বেও শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সকল সম্প্রদায়ের মানুষদের ওপর জুলুম নির্যাতন অত্যাচার চাঁদাবাজি ভূমি দখল প্রতিষ্ঠান বসতভিটা দখল নারী নির্যাতন অগ্নিসংযোগ গোয়ালের গরু চুরি লঞ্চঘাট বাস স্ট্যান্ড শ্মশান সহ বিভিন্ন প্রতিষ্ঠান জোর জুলুম দখল জবরদস্তি চলছে, তার প্রতিকার স্বরূপ যৌথ বাহিনী মাঠে থেকেও কিছু করতে পারছে না জনগণ তা প্রত্যক্ষদর্শী আস্থা হারিয়ে ফেলেছে প্রশাসনের ওপর থেকে সাধারণ মানুষ।

    প্রতিনিয়ত কোথাও না কোথাও হচ্ছে প্রাণহানির মত ঘটনা আর এ সকল অপশক্তিকে কিছুতেও লাগাম টেনে ধরতে পারছে না প্রশাসন, ব্যর্থতার দায় স্বীকার করে নিতেও চাচ্ছে না তারা। এমত অবস্থায় দেশের জনগণ এখন নিরুপায় সর্বদা আতঙ্কে দিন কাটাতে হচ্ছে কখন কি ঘটে যায়। ঘর থেকে কর্মের উদ্দেশ্যে বাইরে বের হলে পরিবারের অন্য সদস্যের মনে শান্তি থাকে না দুশ্চিন্তায় ভোগে তারা, কাজ শেষে ঘরে ফিরে না আসা পর্যন্ত নিশ্চিত হতে পারছেনা পরিবার থেকে। অন্যদিকে সন্ধ্যা হয়ে রাতের আধার নামতেই সন্ত্রাসীদের মহাযজ্ঞ শুরু হয় শোনা যায় গুলি ও বোমের আওয়াজ। প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্য সহ সকল খাতে সবকিছু মিলে দেশে এখন অশান্তির দাবানল জ্বলছে আর এই দাবানল নিভৃত করতে প্রশাসন কতটা সক্রিয় অবস্থানে থেকে কাজ করবে এবং কত দিনে সাধারণ মানুষের মনের আতঙ্ক দূর হয়ে শান্তি ফিরে আসবে তা নিয়ে সন্দিহান সাধারণ জনগণ এসব কথা নাগরিক ভাবনাকে জানিয়েছেন খুলনা নাগরিক উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃত্ব পর্যায়ের কর্মকর্তাগণ।

    অপরদিকে সাধারণ জনগণ অভিযোগ করে বলছে দেশ এখন আতঙ্ক পুরিতে পরিণত হয়েছে সাথে অশনি সংকেত দেখা দিয়েছে এর থেকে পরিত্রাণের উপায় আমরা কোথাও খুঁজে পাচ্ছি না একটি রাতও শান্তিতে ঘুমাতে পারছি না ব্যবসা-বাণিজ্য করতে পারছি না পায়ে পায়ে যেন বিপদ লেগেই আছে।প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনা বর্তমান দেশের দায়িত্বরত অন্তবর্তী সরকার স্বচক্ষে দেখছে উপলব্ধি করতে পারছে এবং যে যার মত ধান্দায় আছে দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে কোন উদ্যোগই তাদের মধ্য লক্ষ্য করা যাচ্ছে না তাই উদ্দেশ্য বিহীন গন্তব্যে ছুটছে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের সাধারণ জনগণ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST