ঢাকাSunday , 7 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলার ৬ টি আসনে ১৪ লক্ষ ৩৩ হাজার ৯৫৩ জন ভোটারের ৫২০ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে!

দেশ চ্যানেল
January 7, 2024 6:33 am
Link Copied!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

শীতের তীব্রতাকে উপেক্ষা করে আনন্দঘন মুখর পরিবেশে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের নেতৃত্ব নিছিত্র নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে খুলনা জেলার ছয়টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ লক্ষণীয় ভোটারদের উপস্থিতিতে যথাসময়ে সকাল ৮ টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে।
সকালে শুরু থেকে ভোটারদের উপস্থিতির সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে নারী ও পুরুষদের সমপর্যায়ে উপস্থিত সংখ্যা বেড়ে চলেছে। তার মধ্য নারী ভোটারদের উপস্থিতি সংখ্যা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এর আগে কয়েকটি আসনের প্রার্থীদের অভিযোগে কিছু কিছু এলাকার ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকলেও
আজ এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রিতিকর ঘটনার আভাস পাওয়া যায়নি।
এদিকে খুলনা- ২ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বঙ্গবন্ধুর ভ্রাতসপুত্র শেখ সালাউদ্দিন জুয়েল সকাল ১১ টায় খুলনা আহসানুল্লাহ কলেজে তিনি তানার ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিং এর মাধ্যমে নির্বাচনের পরিস্থিতি সার্বিক বিষয় তুলে ধরে বলেন নির্বাচন সুষ্ঠু সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং এভাবে ভোটারদের উপস্থিতিতে ভোট অনুষ্ঠিত হলে নৌকার বিজয় নিশ্চিত।
এখানে বিশেষভাবে বলা চলে দেশের স্বাধীনতা বিরোধী কুচক্র মহলের সকল বাধা বিপত্তি ও দেশের প্রধান বিরোধী দল বিএনপি জামাত সহ অন্যান্য অঙ্গ সংগঠনের গণতন্ত্র বিরোধী আন্দোলন হরতাল নাশকতার রক্তচক্ষু অতিক্রম করে চড়াই উৎরাই পেরিয়ে গণতন্ত্রের মূলধারার অন্যতম মেরুদন্ড জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন এর মহেন্দ্রক্ষণে আজ ৭ জানুয়ারি রবিবার সকাল ৮ টায় খুলনা জেলার ৬ টি আসনের মোট ১৪ লাখ ৩৩ হাজার ৯৫৩ জন ভোটার এরমধ্য পুরুষ ভোটারের সংখ্যা ৭ লক্ষ ১৬ হাজার ৩৫৭ জন, এবং নারী ভোটারের সংখ্যা ৭ লাখ ১৭ হাজার ৫৯৪ জন, হিজড়া ভোটার ১৪ জন।
জেলায় পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার সংখ্যা বেশি।
আর উল্লেখযোগ্য এ সকল ভোটারদের ভোট গ্রহণ করার লক্ষ্যে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা কর্তৃক প্রস্তুত করা হয়েছে মোট ৫২০ টি ভোট কেন্দ্রের ৩২৪২ টি ভোট কক্ষে একযোগে আনুষ্ঠানিকতার সাথে ব্যালটের মাধ্যমে প্রিজাইডিং অফিসার সহযোগী প্রিজাইডিং ও সকল প্রার্থীদের পক্ষে পলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে।
আর এই ভোটযুদ্ধে অংশগ্রহণ করছে মোট ৩৯ জন প্রার্থী।
তারই প্রত্যয় সুন্দর সুষ্ঠু উৎসব মুখর ও ভোটারদের উপস্থিতিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনকে সুষ্ঠুও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রায় তিন হাজার পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করার জন্য কঠোরভাবে নিয়োজিত রেখেছে।
পাশাপাশি প্রতিটি নির্বাচন কেন্দ্রে রয়েছে সশস্ত্র পুলিশেরসাথে উল্লেখযোগ্য পরিমাণে সেনাবাহিনী,আনসার, বিজিবি ও র‍্যাব মোতায়েন।
ভোট চলাকালীন সময়ে অন্যান্য সকল সংস্থার সাথে সমন্বয় সাধনের নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে গোটা মেট্রোপলিটন এলাকার উৎসবমুখর পরিবেশে নজরে পড়ার মতন ভোটারদের উপস্থিতিতে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তবে এখন পর্যন্ত নগরীর অন্যতম ভোটকেন্দ্র এমএম সিটি কলেজ এর দায়িত্বরত প্রিজাইডিং অফিসার এর তথ্য মতে ৩৫ থেকে ৩৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানা গেছে।
আর এ ভোট চলবে বিরামহীন ভাবে একটানা বিকাল ৪ টা পর্যন্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST