তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
ডুমুরিয়ায় জিয়ালতলা মহামায়া আশ্রমসহ আশপাশ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র রাস উৎসব ও গঙ্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মহামায়া আশ্রমের পাশে প্রবাহমান খরস্রোতা ঘেংরাইল নদীতে ভরা জোয়ারে হাজার হাজার পূণ্যার্থী গঙ্গাস্নানে নেমে তাদের পূণ্যের আরাধনা করেন। এ সময় নদীর তীরে বিভিন্ন অঞ্চল থেকে আসা ভক্তদের আগমনে আশ্রমস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পূজা অর্চনা শেষে আশ্রমের সামনে এক ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশ্রমাধ্যক্ষ নারায়ণ চন্দ্র গোস্বামী। আলোচক ছিলেন ডাঃ এসকে দাশ মিলন,কবি ও ছড়াকার শেখ আমজাদ হোসেন দাদাভাই,যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন ঘোষ, শিক্ষক অরুন কুমার মন্ডল প্রমুখ। অপরদিকে উপজেলার মাগুরখালীর জেএইচবি যুব সংঘের আয়োজনে পবিত্র গঙ্গাস্নান উদযাপন উপলক্ষে চারদিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক, ডোঙ্গা বাইচ, পদাবলী কীর্তন ও যাত্রাপালা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ইউপি সদস্য মনোজ সরকার। এছাড়া উপজেলার ঘোনা বান্দা, ভদ্রদিয়া, চহেড়া, শোলগাতিয়া, কুলবাড়িয়া, মাদারতলা, বারুইকাটি, কাঠালিয়া, শিবনগর, খোরেরাবাদ, সাড়াভিটা সহ বিভিন্ন অঞ্চলে এ রাস উৎসব উদযাপিত হয়েছে।