বিপ্লব সাহা, খুলনা ব্যুরো :
নিষিদ্ধ পলিথিন ও গাড়িতে হাইড্রোলিক এর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৬ হাজার টাকা জরিমানা ও পাঁচ গাড়ী আটক।
কেএমপি কমিশনার মোঃ মোজাম্মেল হকের নির্দেশনায় সকল অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে খুলনা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক হাসিবুর রহমানের নেতৃত্বে এবং সহকারী পরিচালক পারভেজ আহমেদ অধিদপ্তরের ইন্সপেক্টর মারুফ বিল্লাহ এবং সোনাডাঙ্গা মডেল থানার এস আই সাহানারা শানুকে সাথে নিয়ে আজ সকাল ১০টায় নগরীর বয়রা বাজার এলাকা জুড়ে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে বেশ কিছু দোকান ও গাড়ির হাইড্রোলিক হর্ন শব্দ দূষণের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় বয়রা বাজারস্থ বেশ কিছু দোকানে নিষিদ্ধ পলিথনের বিরুদ্ধে অভিযান চালিয়ে পলিথিন জব্দ ও ব্যবসায়ীদের নিকট থেকে নগদ ৬ হাজার টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা কর্মকর্তাগণ।
তাছাড়া নগরীর সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকা থেকে হাইড্রোলিক ও শব্দ দূষণকারী হর্নের ব্যবহারের দায়ে পাঁচটি গাড়ি আটক করেছে।
তথ্যটি নিশ্চিত করেছে সোনাডাঙ্গা মডেল থানার সাব ইন্সপেক্টর শাহানারা শানু।
এ সময় অভিযান পরিচালনা অব্যাহত রাখার ক্ষেত্রে নগরীর সকলের সহযোগিতা কামনা করেন।