নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও ক্ষুদে বঙ্গবন্ধু সংসদ পরিচালনা পরিষদের সহযোগিতা গত ১৯ সেপ্টেম্বর খুলনা’র ফুলতলা উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের পরিবেশ ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতা মূলক আলোচনা সভা উক্ত ৬টি বিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষার্থী ও নির্মাণ শ্রমিক সমন্বয়ে মিল কলকার খানার শব্দ দূষণ ও প্রতিকার এবং প্রতিরোধ বিষয়ক ফাইনাল সেমিনার ফুলতলা উপজেলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয় । এছাড়া খুলনা’র বটিয়াঘাটা উপজেলায় গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর ৪টি শিক্ষা প্রতিষ্ঠানেও অনুরূপ সেমিনার অনুষ্ঠিত হয়েছে । আগামী ২৭ সেপ্টেম্বর বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও শব্দ দূষণ রোধে, অনুরূপ সেমিনার অনুষ্ঠিত হবে । এছাড়াও আগামী ২ অক্টোবর সোমবার সকালে বটিয়াঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আরো ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে অনুরূপ সেমিনার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ । এসময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদুল হক,ক্ষুদে বঙ্গবন্ধু সংসদ’র কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান কবি এসএম হুসাইন বিল্লাহ।বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়। জলমা-চক্রাখালী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৃপ্তি রাণী বিশ্বাস উপ-পরিচালক প্রশিক্ষণ কবি পরিমল মল্লিক।সহকারী শিক্ষক মৃদুল রায় সহ শিক্ষার্থীরা ।