বিপ্লব সাহা, খুলনা :
২২ পেল ফুলের মালা ২৩ কেন অবহেলা
স্লোগানকে সামনে রেখে পরিক্ষার সময় পেছানো নয়তো ৫০ মার্কের পরীক্ষার দাবিতে আজ ১২ আগস্ট শনিবার বিকাল তিনটায় খুলনা শিববাড়ি মোড় চত্বরে এইচ এসসি ২০২৩ সাল শিক্ষার্থী যশোর বোর্ড খুলনা জেলার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করে খুলনার বেশ কিছু কলেজের শিক্ষার্থীসহ পার্শ্ববর্তী জেলা যশোর বাগেরহাট ও সাতক্ষীরা এলাকার শিক্ষার্থীরা।
আজকে উচ্চমাধ্যমিক ছাত্রদের মানববন্ধন আন্দোলনের মাধ্যমে বিভিন্ন বক্তারা দেশের শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন আপনি সারা দেশের ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পরীক্ষার সময় পিছিয়ে না দিয়ে শুধুমাত্র আইসিটি বিষয়ের উপরে ৫০ মার্ক নির্ধারণ করে বাকি বিষয়ে পূর্ণাঙ্গ একশ মার্ক বহাল রেখে আগামী ১৭ আগস্ট পানিবন্দি হাতেগোনা কয়েকটি এলাকার পরীক্ষার সময় ১০ দিন পেছানোর সিদ্ধান্ত নিলেও অন্য সকল এলাকার শিক্ষার্থীদের শর্ট সিলেবাস এবং বিষয়টি দেখবো বলে পরীক্ষার্থীদের আশ্বস্ত করে কৌশলে আন্দোলন দমিয়ে রেখেছেন।
অথচ শিক্ষামন্ত্রী তিনি তানার সিদ্ধান্তে অটল থেকে পূর্ব ঘোষিত নির্ধারিত তারিখ ১৭ আগস্ট পরীক্ষা অনুষ্ঠিত ও পূর্ণাঙ্গ ১০০ মার্কের পরীক্ষা হবে বলে জানিয়েছেন।
তারই প্রতিবাদে আজ ১২ আগস্ট শনিবার আমরা যশোর বোর্ডের বেশ কিছু কলেজের শিক্ষার্থীরা আজ খুলনার শিববাড়ি মোড়ে আন্দোলনের সামিল হয়েছি। এবং আমাদের দাবি না মানা পর্যন্ত ঘরের ফিরবো না।
সাথে অনশন কর্মসূচির হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আরো রয়েছে এখানে আমরা আলোচনা এবং বক্তৃতা শেষ করে খুলনা প্রেসক্লাবের সম্মুখে গিয়ে অনশন করব এবং আগামীকাল যশোর বোর্ডের অভি মুখে সকল এলাকার কলেজের শিক্ষার্থীরা সঙ্ঘবদ্ধ ভাবে রওনা করে যশোর বোর্ডে গিয়ে পুনরায় মানববন্ধন ও বোর্ড চেয়ারম্যান বরাবর স্মারক প্রদান করে আন্দোলন আরো তুরাম্বিত করার কথা জানিয়েছেন ছাত্রসমাজ থেকে।
তাছাড়া আমাদের দাবি-দাবা উত্থাপন করে পুনরায় দেশব্যাপী সকল ছাত্রদের অংশগ্রহণে রাজধানীর শহর ঢাকায় মানববন্ধন করব।
তবে আন্দোলনরত ছাত্ররা এটাও বলেছে আমাদের আন্দোলনের সুযোগ বুঝে অন্য কেউ এসে ফায়দা লুটবে সে সুযোগ দেওয়া হবেনা।
এক্ষেত্রে আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের নিজ নিজ কলেজের পরিচয় পত্র ও ইউনিফর্ম পরিহিতভাবে আন্দোলনে আসা বাধ্যতামূলক বলে জানিয়েছেন।
কারণ বর্তমানে দেশব্যাপী সরকার বিরোধী আন্দোলন চলছে তুখোর ভাবে। এই মুহূর্তে আমাদের মাঝে দুষ্কৃতকারী অনেক সংগঠন এসে ফায়দা লুটার জন্য সুযোগ নেবে বলে আমরা এই পদক্ষেপ নিয়েছি।
আন্দোলনরত শিক্ষার্থীরা আরো বলেন আমাদের পরীক্ষা শুরু হতে মাত্র আর হাতেগোনা কয়েকদিন বাকি এই মুহূর্তে আমাদের পড়ার টেবিলে থেকে পড়ালেখা করার কথা।
অথচ আমরা দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে নেমে এসেছি। মাননীয় শিক্ষা মন্ত্রী এই মুহূর্তে যদি ২০২৩ এইচএসসি পরীক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেন তাহলে আমরা উৎফুল্লতার সাথে পরীক্ষা দিব। এবং আমাদের পরীক্ষার ফলাফল শতভাগ ভালো হবে বলে আশা ব্যক্ত করছি।