ঢাকাMonday , 1 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় চলছে ৮ দলের সমাবেশ, নেতাকর্মীদের ঢল।

দেশ চ্যানেল
December 1, 2025 9:43 am
Link Copied!

জিয়া চৌধুরী (খুলনা জেলা প্রতিনিধি)

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে খুলনার শিববাড়ী মোড় বাবরী চত্বরে ৮ দলের বিভাগীয় সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২ টায় পবিত্র কোরআন তেলাওয়াতে মাধ্যমে সমাবেশ শুরু হয়। পরে শুরু হয় ইসলামী সংগীত। পরে ৮ দলের স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতাকর্মীরা বক্তৃতা করেন। সমাবেশে বক্তারা নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানান। এর আগে সমাবেশ স্থলে সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। খুলনা মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল বলেন, সমাবেশে বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা এসেছে। ১২টায় সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম। সমাবেশের বিশেষ অতিথি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST