বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
নগরীর শিববাড়ির মোড়ে কয়েকদিন যাবৎ যৌথবাহিনী সকাল থেকে সারাদিন অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রহীন এবং হেলমেট ছাড়া অসংখ্য মোটরসাইকেল আরোহীদের আটক করে তাদের কাছ থেকে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে যে সকল গাড়ির মালিকদের নিকট বৈধ কাগজপত্র মিলেছে তাদের ছেড়ে দিয়েছে আর যে সকল বাইক চালকদের নিকট বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ও মাথায় হেলমেট নাই তাদেরকে অভিনব কায়দায় সাজা ও মোটরসাইকেল জব্দ করেছে। অভিযান পরিচালনার সময় খুলনা ট্রাফিক জনের বেশ কিছু ট্রাফিক সার্জেন্ট সহযোগিতা করেছে। এ সময় যৌথ বাহিনীর একজন কর্মকর্তা বলেন আমরা অভিযানে নামার পর খুলনা শহর জুড়ে দেখছি অনেক উশৃংখল যুবকেরা প্রতিনিয়ত বিকাল হলে শহরের বিভিন্ন প্রাণকেন্দ্রে প্রতিটি বাইকে দুই থেকে তিনজন তারমধ্যে কদাচিৎ চালকের মাথায় হেলমেট থাকলেও অন্যদের মাথায় হেলমেট লক্ষ্য করা যাচ্ছে না এমন অবস্থায় আমরা বাইকের বেপরোয়া মহড়া দেখে এবং বেশ কিছু অভিযোগ সূত্রে এই কার্যক্রম পরিচালনার জন্য মাঠে নেমেছি। শুধু হেলমেট ছাড়াই নয় যে সমস্ত গাড়ির বৈধ কাগজপত্র নাই এবং হঠাৎ করে শহরজুড়ে বাইকের তৎপরতা বেড়েছে সেই লক্ষ্যে চোরাই গাড়িও আমরা জব্দ করে তাদের সঠিক মালিকদের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করছি। তবে আজকের দিনে অভিযান চলাকালীন একটিও চোরাই গাড়ি আমাদের হাতে পড়ে নাই, তবে যেগুলো আটক করেছি তার মধ্যে অধিকাংশ হেলমেট ছাড়া আরোহী এবং সঠিক কাগজপত্র যাচাই-বাছাই ড্রাইভিং লাইসেন্স তাছাড়া রোড চলাচলের ক্ষেত্রে নিয়ম-নীতির ভঙ্গ করে যারা গাড়ি চালাচ্ছে তাদেরকেও আটক করে আইনের আওতায় এনে ছোটখাটো ভুল ভ্রান্তি ধরা পড়লে তাদেরকে সাময়িক শাস্তি দিয়ে করা হুশিয়ারি দিয়ে ছেড়ে দেয়া হচ্ছে, এবং যে সকল মোটর বাইক চালকদের প্রতি আমাদের সন্দেহটা একটু বেশি হচ্ছে তাদেরকে আটক করে আইনের সপর্দ করতেছি।
একই সময়ে ট্রাফিক সার্জন সজীব কুমার সাহা গণমাধ্যমকে জানিয়েছে দুই তিন মাস যাবৎ খুলনা শহর জুড়ে অসংখ্য মোটরসাইকেলে চলাচল করতে দেখতেছি তার মধ্য অধিকাংশই নতুন মুখ। আর এদের মধ্যে অনেকের ড্রাইভিং লাইসেন্স থাকলেও গাড়ির সঠিক কাগজপত্র নাই আর সঠিক কাগজপত্র থাকলেও ড্রাইভিং লাইসেন্স নাই। এ অবস্থায় তাদেরকে আমরা আটক করলে রাজনৈতিক দলের নেতা পরিচয় দিয়ে চলে যেতে চায় এমত অবস্থায় বাংলাদেশ যৌথ বাহিনী মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রি পাওয়ার নিয়ে সকল অবৈধ কার্যক্রমের দিকে নজরদারি করছে বিধায় যুবক শ্রেণির মোটরবাইকারদের আটক করতে সুবিধা হচ্ছে এবং তাদের কোন পরিচয় ও অজুহাত আভিযানিক দল তোয়াক্কা করছে না ফলে অসংখ্য গাড়ি নগরীর শিববাড়ি চত্বরে জমায়েত করে তাদেরকে শাস্তি দিয়েছে যৌথ বাহিনী।
এ সময় তিনি আরো বলেন যৌথ বাহিনী এই অভিযান অব্যাহত রাখা অবস্থায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে এবং থাকবে। কারণ এই ধরনের যুবকদের কাছে সেনাবাহিনী ও র্যাব আতঙ্ক।