ঢাকাMonday , 15 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় স্টার হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার।

দেশ চ্যানেল
September 15, 2025 7:52 am
Link Copied!

বিশেষ প্রতিনিধি খুলনা

খুলনায় সদর থানার সামনে অবস্থিত স্টার হোটেলের একটি কক্ষ থেকে তৌহিদুর রহমান তুহিন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত প্রায় ৮টা ১৫ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত তুহিন লবণচরা থানাধীন মতিয়াখালী ৫ম গলির বাসিন্দা এসএমএ খালেকের ছেলে ।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুদর্শন কুমার রায়।

তিনি জানান, রোববার সকাল ১১টার দিকে তুহিন, এক নারীকে স্ত্রী পরিচয়ে হোটেল স্টারের চতুর্থ তলার ৪০১ নম্বর কক্ষটি ভাড়া নেন। সুমি নামের ওই নারী কিছুক্ষণ কক্ষে অবস্থান করে পরে বাইরে চলে যান। বিকেল ৫টার দিকে তুহিনের প্রকৃত স্ত্রী তাকে খুঁজতে হোটেলের সেই কক্ষের দরজায় কড়া নাড়েন। ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় তার সন্দেহ হয়। পরে তিনি খুলনা সদর থানাকে বিষয়টি জানান।

রাত সোয়া ৮টার দিকে পুলিশের উপস্থিতিতে হোটেল স্টাফরা দরজার ছিটকিনি ভেঙে কক্ষের ভেতরে প্রবেশ করে। তখন দেখা যায়, তুহিনের দেহ মেঝেতে পড়ে রয়েছে এবং তার মুখ দিয়ে অনবরত ফেনা বের হচ্ছে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার পর থেকে তুহিনের কথিত স্ত্রী সুমি পলাতক রয়েছেন। তাকে খুঁজে পেতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না কি অন্য কিছু—তদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST