ঢাকাFriday , 31 January 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • খুলনার দৌলতপুর বাজার বণিক সমিতির নির্বাচনের শেষ মুহুর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা।

    দেশ চ্যানেল
    January 31, 2025 5:19 pm
    Link Copied!

      জিয়া চৌধুরী খুলনা জেলা প্রতিনিধি

    খুলনা মহানগরীর দৌলতপুর বাজার বনিক সমিতি (রেজিঃ নং ২৫১০) এর ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ৩ ফেরুয়ারী। নির্বাচনের আর মাত্র তিন দিন বাকী। নির্বাচনকে ঘিরে বাজারের প্রতিটি অলিতে গলিতে প্রার্থীদের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে। তাছাড়া প্রার্থীরা তাদের শেষ প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করেছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থণা করছে। কিছু কিছু প্রার্থী তাদের কর্মী ও সমার্থকদের নিয়ে প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। তাছাড়া প্রার্থীরা রং বেরংয়ের ছোট, বড় নির্বাচনী প্রতীক হাতে নিয়ে তাদের কর্মীদের দিয়ে হ্যান্ড মাইক বাজিয়ে গানের তালে তালে নেচে গেয়ে ভোটের প্রচার প্রচারণা চালাচ্ছে। আবার কেউ বা মিছিল নিয়ে বাজারের অলিতে গলিতে প্রচার চালাচ্ছে। বাজারের ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এবারের ভোট নিয়ে ভোটারদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কারণ হিসেবে ভোটাররা বলছে দীর্ঘ দিন বাজারের নির্বাচন বন্ধ থাকা ও রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকায় এবারের নির্বাচন হবে একটু ব্যতিক্রম। এবারে প্রায় প্রতিটি পদের বিপরীতে একাধীক যোগ্য ও অভিজ্ঞ প্রার্থী থাকায় ভোটাদের মধ্য দেখা দিয়েছে নানা হিসাব নিকাশ। অনেক ভোটাররা আবার যোগ্য প্রার্থীর চেয়ে এলাকার টান ও এলাকার অস্তিত্ব ধরে রাখার হিসাব কসায় ব্যস্ত। ভোটারদের পাশাপাশি প্রার্থীরা ও নিজের প্রভাব, অস্তিত্ব, ব্যক্তিত্ব ধরে রাখার জন্য ঐক্যবদ্ধ ভাবে নিজেদের এলাকার প্রার্থীদের নিয়ে কাজ করছে। বিগত কমিটির এক অংশের বিরুদ্ধে ছিলো নানা রকম অভিযোগ। যার কারণে প্রার্থীরা ভোটারদের নানা প্রতিশ্রুতি সহ

    বাজারের নানামুখি উন্নয়ন, সমস্যার সমাধান ও ব্যবসায়ীদের কল্যানে কাজ করার অঙ্গিকার করছেন। সাধারণ ভোটারা বলছে নির্বাচনের মাধ্যমে যে কমিটি আসুক না কেন সাধারণ ব্যবসায়ীদের কোন ভাগ্যে পরিবর্তন হয় না। বিশেষ সুবিধা দেওয়ার মাধ্যমের ব্যবসায়ীদের বাজারের নানা সমস্যার সমাধান করতে হয় নিজেদের। নির্বাচনের আগে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলে ও নির্বাচনে জয়লাভ করে ক্যাবিনেট বসার পরে ব্যবসায়ীদের কথা আর কমিটির তেমন মাথায় থাকে না তখন নিজেদের ভাগ্যের পরিবর্তন নিয়েই তারা ব্যস্ত থাকে। নানা কারণেই এবারে বাজারের নির্বাচন কে ঘিরে সজাগ দৃষ্টি রয়েছে ব্যবসায়ী সহ সাধারণ মানুষের। নিজের বিজয় ছিনিয়ে আনার জন্য কোন কোন প্রার্থী আবার ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। কেউবা আবার ঘোষণা করেছেন নির্বাচনী ইস্তেহার। কিছু কিছু প্রার্থীরা পূর্বের থেকেই নির্বাচনের দিন তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচনী টেন্ড বানানোর জন্য বিভিন্ন সড়কে রং দিয়ে তাদের নাম লিখে জায়গার দখল নিয়েছেন। এবারের নির্বাচনে ১৮ পদের বিপরীতে ৪০ জন প্রার্থী অংশ নিচ্ছে। সভাপতি পদে তিন জন প্রার্থীর মধ্য ঘোড়া প্রতীকে আলহাজ্ব আসলাম শেখ, দোয়াত কলমে শেখ কামাল হোসেন, টেবিল ঘড়িতে হালিম মোড়ল।

    সহ- সভাপতি পদে চার জন প্রার্থীর মধ্যে বাস প্রতীকে অপু গাজী, হাতিতে মোঃ আশিকুর রহমান, উড়োজাহাজে মোঃ সিরাজুল ইসলাম, শাপলা ফুলে মোঃ হিরা বাবু। সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থীর মধ্যে মোড়গ প্রতীকে মোঃ আসলাম বন্দ,আনারসে এম এম জসিম,মটর সাইকেলে নান্নু মোড়ল। সহ- সাঃ সম্পাদক পদে ছয় জন প্রার্থীর মধ্যে বাঘ প্রতীকে শেখ মোঃ আজিজুল হক কাম্বার, পানে মোঃআসাদুজ্জামান, হরিণে ইকবল হোসেন লিটন, হাঁসে মোঃ পলাশ শেখ, কলস প্রতীকে এস এম শফিউল ইসলাম, লাটিমে মোঃ সোলাইমান,

    সাংগঠনিক সম্পাদক পদে দুই জন প্রার্থীর মধ্যে চাঁদ প্রতীকে আরিফ মোড়ল, টেলিফোনে মোঃ জাকির হোসেন, কোষাধ্যক্ষ পদে তিন জন প্রার্থীর মধ্যে জায়নামাজ প্রতীকে মোঃ আজিজুল রহমান, ঢোলে আসলাম ফকির, টেবিলে মোঃ তুহিন শেখ।

    প্রচার সম্পাদকে দুই জন প্রার্থীর মধ্যে আপেল প্রতীকে ইকবল হোসেন ডলার, ঘুড়িতে প্রদীপ দাস।

    দপ্তর সম্পাদক পদে দুই জন প্রার্থীর মধ্যে মোবাইল প্রতীকে মোঃ আকমল গাজী, বেবীট্যাক্সীতে মোঃ দুলাল গোমস্তা। ক্রীড়া সম্পাদক পদে তিন জন প্রার্থীর মধ্যে ফুটবল প্রতীকে মোঃ আকাশ হোসেন, ব্যাটে মোঃ মাহাবুর মোড়ল, র‍্যাকেটে সুশান্ত কুমার দাস। কার্য্যকরী সদস্য পদে বারো জন প্রার্থীর মধ্যে চিংড়ি মাছ প্রতীকে আমিনুর রহমান, টিয়া পাখিতে মোঃ আলম শেখ, সিলিং ফ্যানে মোহাম্মাদ ইমরান বাবু,বইয়ে ওবায়দুর রহমান, জগে জনি সর্দার,লাউয়ে মোঃ জামাল সর্দার, টুপিতে জয়নাল আবেদীন, কাপপ্রিচে মোঃ ফারুক শেখ, রেডিওতে মকবুল সর্দার, পানির জাহাজে মোঃ মিরাজ শেখ, ডলফিনে সুমন হাওলাদার,ঠেলাগাড়িতে মোঃ হিরু শেখ। দৌলতপুর বাজার বণিক সমিতির সাঃ সম্পাদক প্রার্থী নান্নু মোড়ল বলেন দৌলতপুর বাজারকে আধুনিকায়নে নান্নু মোড়লের বিকল্প নেই। বাজারকে রেজি: করণ করা, আধুনিক বাজারের সকল সু ব্যাবস্তা সুনিশ্চিত করা, ব্যাবসায়িদের চাওয়া ব্যাবসায়িক পরিবেশে বজায় রাখা, বাজার এবং ব্যাবসায়িদের নিরাপত্তা সু নিশ্চিত করা, ব্যাবসায়ীদের সঠিক সন্মানে মূল্যায়িত করা, রাস্তাঘাট ও ড্রনেজ সহ যাবতীয় বাজার সেবা সুনিশ্চিত করা, ব্যাবসায়ীদের ব্যাবসার নতুন নতুন দিক উন্মোচন করা, ব্যাবসায়ীদের নিকট তাদের প্রতিনিধি হিসাবে সকল কাজের জবাবদিহিতা সু নিশ্চত করা, উন্নয়ন মূলক কাজকে পূর্ণাঙ্গ রূপ দান ও আধুনিক সকল সু – ব্যবস্তা বাস্তবায়ন সহ নানা প্রতিশ্রুতি দেন। তিনি বলেন বিগত দিনে আমি বাজারের সাঃ সম্পাদক পদে থেকে যত টুকু উন্নয়ন করেছি। আসন্ন নির্বাচনে জয়লাভ করলে আমার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সচেষ্ট থাকবো।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST