গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ-
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নৌকা ঘাটে নৌকার ইঞ্জিন, ফ্যান এবং অন্যান্য যন্ত্রাংশ চুরির অভিযোগে চার সদস্যের একটি চক্রকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন: ফুলছড়ি উপজেলার মোঃআব্দুর রহমানের ছেলে শান্ত রহমান (২৪), মোঃ হোসেন হোসেন মিয়ার ছেলে মোঃ বাবু (১৮),
এছাড়াও সাঘাটা উপজেলার নীলকুঠি গ্রামের মৃত আনছার আলীর ছেলে মোঃ হাশেম আলী ওরফে আবুল হাশেম (৫২),মোঃ হাশেম আলীর ছেলে মোঃ রাসেল মিয়া (২০ )।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ফুলছড়ি থানায় দায়ের করা মামলা (মামলা নাম্বার-১০, ধারা-৩৭৯/৪১১/৩৪ দ:বি) এর ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের উদ্যোগ নৌকা মালিকদের মধ্যে নিরাপত্তার অনুভূতি বাড়াবে বলে মনে করছেন স্থানীয়রা।