মোঃ রুবেল হোসেন কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা উত্তর মৌচাক এলাকা থেকে ২৫০০ পিস ইয়াবা সহ এক মাদক সম্রাজ্ঞী বৃদ্ধ মহিলা নাসিমা আক্তার কে গ্রেফতার করেছেন র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)-১। স্থানীয় সূত্রে জানা যায় চট্টগ্রামের নাজিরহাট এলাকার বাসিন্দা নাসিমা আক্তার দীর্ঘদিন যাবত ভাড়া বাসায় থেকে ইয়াবা সহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য বিক্রি ও সেবন করেন । এলাকাটিতে বিভিন্ন শিল্পকারখানা থাকার ফলে দেশের বিভিন্ন জেলার মানুষ এখানে বসবাস করেন । এই সুযোগে নাসিমা আক্তার প্রকাশ্যে ও আইনের তোয়াক্কা না করে দীর্ঘদিন যাবত তার মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন । সহজলভ্য হওয়ায় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও যুবক মাদকে আসক্ত হয়ে পড়ছে । ফলে ওই এলাকায় চুরি ছিনতাই এবং সামাজিক পরিবেশের অবনতি হচ্ছে । এমন অবস্থায় মঙ্গলবার (১৪.১০.২৫) দিবাগত রাতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালানো হয় এ সময় তাকে ২৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় । পরবর্তীতে তাকে রাত আনুমানিক ২টার সময় কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয় ।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানান আসামিকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং চার্জ সিট ফাইল করে আসামিকে দ্রুত কোর্টে হস্তান্তর করা হবে ।