গাবতলী, (বগুড়া) :
বগুড়া জেলার গাবতলীতে পারিবারিক বিরোধের জের ধরে শাওন(২২) নামের এক যুবক অটো চালককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১৮ই ফেব্রয়ারি) উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের হামিদপুর পশ্চিমপাড়া গ্রামে। হত্যাকারী পালিয়ে গেলেও স্থানীয়রা হত্যাকারীর স্ত্রী ও দুই মেয়েকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
জানা গেছে, উপজেলাধীন হামিদপুর পশ্চিমপাড়া গ্রামের মিঠু মিয়ার স্ত্রী কমেলার সাথে একই গ্রামের রোস্তম আলী মন্ডলের ছেলে আমজাদ এর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের কারনে রবিবার সকালে আমজাদ ও তার স্ত্রী ফাতেমা এবং তার দুই মেয়ে রাজিয়া ও সুন্দরী মিলে কমেলাকে মারতে গেলে কমেলা মারপিট থেকে বাঁচার জন্য বাড়িতে এসে দরজার খিল লাগিয়ে দেয়। তারপর কমেলার ছেলে শাওন বাড়িতে এলে তার মা তাকে ঘটনাটি জানায়। ঘটনাটি শোনার পর শাওন আমজাদের বাড়িতে গিয়ে আমজাদ ও তার স্ত্রী কে বলে তার মাকে তারা কেনো মারতে গেছে। কথাটি বলার সাথে সাথে আমজাদ ঘরের ভিতর থেকে একটি চাকু বের করে এনে শাওনের বাম পাজরে ঢুকিয়ে দেয়। শাওন তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ে। এলাকাবাসী তাকে সিএনজি যোগে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্মব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করেছে। এদিকে থানা পুলিশ আমজাদের স্ত্রী ফাতেমা (৪২) এবং দুই মেয়ে রাজিয়া(২২) ও সুন্দরী(২০) কে আটক করে থানায় নিয়ে এসেছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। এ ঘটনায় গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।