হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।
ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় বাগেরহাট জেলা রামপাল উপজেলার ৫ নং রাজনগর ইউনিয়ন পরিষদের পক্ষ হতে ,সচেতনতামূলক মাইকিং করেছেন । রবিবার (২৬মে) সকাল থেকে ঘণ্টাব্যাপী প্রচার-প্রচারণা চলে রাজনগনে পূরা এলাকায় নদনদীসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে এ প্রচার মাইকিং করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৫ নং রাজনগর ইউনিয়নের পরিষদে সচিব মোঃ মুজাহিদুর রহমান, পরিচালক ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্র সদস্য মোঃ সোহাগ শেখ ,৫ নং রাজনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবু উৎপল রায়, শংকর রায়, গ্রাম পুলিশ আবুল কালাম শেখ ,গ্রাম পুলিশ শ্যামল শিকদার প্রমুখ।।