মোঃ আরফাতুল ইসলাম কক্সবাজার জেলা, প্রতিনিধি।
চকরিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে।
এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ফখরুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার চকরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেজর জেনারেল ছৈয়দ মুহাম্মদ ইব্রাহিম,বীর প্রতীক মাননীয় সংসদ সদস্য (চকরিয়া-পেকুয়া)বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব ফজলুল করিম সাঈদী,
চকরিয়া উপজেলা চেয়ারম্যান,,সহকারি পুলিশ সুপার (চকরিয়া সাকেল) এম এম রবীক উর রাজা মকসুদুল হক ছোট্টু চকরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যানসহ,উপজেলা বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এসময়,এ সময় বক্তারা বলেন আজ ১৭ই মার্চ বাঙ্গালি জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, যাঁর জন্ম না হলে এদেশ স্বাধীন হতোনা, যিনি সারাটা জীবন এদেশের খেটে খাওয়া মানুষের অধিকারের জন্য আন্দোলন-সংগ্রাম করে গেছেন। যিনি নিজের জীবন বিপন্ন করে অসংখ্য বার জেল-জুলুম সহ্য করেছেন, এদেশের মানুষের জন্য শেষ মূহুর্ত পর্যন্ত লড়ে গিয়ে নিজের জীবন দিয়ে শহীদ হয়েছেন, আমাদের সেই প্রাণপ্রিয় নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি শেখ মুজিবর রহমানের জন্মদিন আজ।