আবু তালহা, চবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০তম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্হিয়া আখতার।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১২(২) ধারা অনুযায়ী ড. মোহাম্মদ ইয়াহ্হিয়াকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেএয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবারে উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে উপাচার্য হওয়ার বিষয়টি নিশ্চিত করলে প্রজ্ঞাপন জারি করা হয় নি, যার ফলশ্রুতিতে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন গতকাল।
অধ্যাপক ড. ইয়াহ্হিয়া আখতার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এরপর কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয় থেকে আরেকটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।পরবর্তীতে বাংলাদেশের নির্বাচন ও নির্বাচনী দূর্নীতির উপর পিএইচডি করেন অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে।
১৯৮২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে নিয়োগ যোগদান করেন।
পরবর্তীতে ১৯৮৬ সালে সহকারী অধ্যাপক, ১৯৯২ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৯৯ সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি করেন। সবশেষে ২০২৩ সালে তিনি অবসরে যান।
ড. ইয়াহ্হিয়া আখতার অধ্যাপকের পাশাপাশি ভালো লেখক। তিনি এখন পর্যন্ত প্রায় ২৫টি বই রচনা করেছেন পাশাপাশি বেশ কয়েকটি গবেষণা আর্টিকেল লিখেছেন তিনি।