আবু তালহা রাফি হাটহাজারী প্রতিনিধি
শিক্ষকদের পেনশন আন্দোলন, চবির কর্মকর্তা- কর্মচারীর আন্দোলনের কারণে জুন থেকেই চবির একাডেমিক কার্যক্রমে স্থবিরতা চলে আসে, যা পূর্ণাঙ্গে রুপ নেয় জুলাই গণ-অভ্যুত্থানে। প্রায় দীর্ঘ ২ মাস পর আবারো একাডেমিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
আজ বৃহস্পতিবার (২৬ই সেপ্টেম্বর) বিকেল ৩:৩০ ঘটিকায় সিন্ডিকেট মিটিংয়ের আয়োজন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহিয়া আক্তার। এ সিন্ডিকেট মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
২০১৮ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোন আসন বরাদ্দ ছিল না, এজন্য নতুনভাবে হলের আসন বরাদ্দ দিতে হবে।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ০২ অক্টোবর পর্যন্ত হলে আসন বরাদ্দের জন্য আবেদন করতে পারবে চবির শিক্ষার্থীরা, ০৩ অক্টোবরের ভিতর আসন বরাদ্দ দেওয়া হবে, ০৫ই অক্টোবরে হলগুলোতে শিক্ষার্থীরা উঠতে পারবে।
আগামী ০৬ই অক্টোবর থেকে সশরীরে ক্লাস এবং পরীক্ষা শুরু হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিন্ডিকেট মিটিংয়ে।