মোঃ মশিউর রহমান সুমন।
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্যরা চলতি অধিবেশনেই যোগ দিচ্ছেন। ৫০টি আসনের বিপরীতে সমানসংখ্যক প্রার্থী থাকায় এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে আজকালের মধ্যেই নির্বাচিত নারী সংসদ সদস্যদের গেজেট প্রকাশ হতে পারে। নির্বাচন কমিশন ও জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এমন আভাস পাওয়া গেছে।
সূত্র জানায়, আজ রোববার নারী আসনের জন্য জমা দেওয়া মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করলে সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। যদিও নারী আসনে ভোটের জন্য ১৪ মার্চ দিনক্ষণ নির্ধারিত রয়েছে। তবে প্রার্থী সংখ্যা মোট আসনের সমান হওয়ায় ভোট গ্রহণের কোনো প্রয়োজন নেই। এরই মধ্যে সংরক্ষিত নারী আসনের ৫০ প্রার্থীর মনোনয়নই বৈধ বলে ঘোষণা করেছে ইসি। এ ছাড়া কোনো প্রার্থীর বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ বা আপিলও ইসিতে জমা পড়েনি। ফলে প্রত্যাহারের সময় শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার পরই গেজেটও প্রকাশ করা হবে।