চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
রোববার (১৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, রঞ্জুকে হত্যা করা হয়েছে।
নিহত রঞ্জু বদনপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে।দামুড়হুদা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান আমাদের প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বদনপুর গ্রামের ভোলার বাগানের মাঠে মরদেহটি পড়েছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তার মাথায় ধারাল অস্ত্রের আঘাতে ক্ষতচিহ্ন দৃশ্যমান রয়েছে। তিনি শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি বলে স্থানীয়রা জানিয়েছেন। ওসি স্যারসহ আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। মরদেহ উদ্ধারের কাজ চলছে।
এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।