হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা :
চুয়াডাঙ্গায় দিনে দিনে তাপমাত্রা হ্রাস পাচ্ছে। রবিবার(০৮.১২.২৪) সকাল ৯ টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এর আগে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার রাত থেকেই জেঁকে বসেছে শীত। সন্ধ্যার পর থেকে রাতভর ছিল তীব্র শীতের দাপট। সকালেও তীব্র শীত অব্যাহত। শীতে নিম্নআয়ের মানুষদের দুর্ভোগে পড়তে হচ্ছে। রবিবার সকালে শীতার্ত মানুষদের আগুন পোয়াতে দেখা গেছে। সকালের দিকে শহরে মানুষের আনাগোনা কম থাকায় ভ্যান – রিকসায় যাত্রী সমাগম কম ছিল। নিম্নআয়ের মানুষদের কাজের সন্ধানে শহরে এসে শীতের কষ্ট সহ্য করে অপেক্ষা করতে হয়েছে। কৃষিশ্রমিকরাও শীতে কাজ করতে পারেননি।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তহমিনা নাছরিন বলেন, চলতি মৌসুমে চুয়াডাঙ্গা জেলার সর্বনিম্ন তাপমাত্রা আজ, ১১.২ ডিগ্রি সেলসিয়াস যা রেকর্ড করা হয়েছে সকাল ৯টায়। তাপমাত্রা আরো কমতে পারে। কুয়াশাও বাড়তে পারে।