হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা :
চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার দর্শনা চেকপোস্ট পরিদর্শন করেছেন।এ সময় সকল বাহিনীকে নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান তিনি।
গতকাল শনিবার বেলা সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গা’র নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, দর্শনা চেকপোস্ট বাৎসরিক পরিদর্শন করেন। এসময় তাকে চেকপোস্ট পুলিশের একটি চৌকস টিম গার্ড অব অনার প্রদান করেন। পুলিশ সুপার চেকপোস্টে কর্মরত সকল অফিসার ফোর্সের সাথে পরিচিতি ও কুশল বিনিময় শেষে অফিস, ব্যারাক ও মেস পরিদর্শন করেন।
তিনি চেকপোস্টে কর্মরত পুলিশ সদস্যদের জনগণের প্রকৃত সেবক হয়ে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। আগত দেশি ও বিদেশী সম্মানিত সিটিজেনদের কোন প্রকার হয়রানী ও দুর্নীতিমুক্ত থেকে দ্রুত পুলিশী সকল সেবা সহজিকরণের উপর গুরুত্বারোপ করেন।এছাড়া সকলকে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
আরও উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); মুহম্মদ শহীদ তিতুমীর, অফিসার ইনচার্জ, দর্শনা থানাসহ চেকপোস্টে কর্মরত পুলিশ অফিসার ফোর্স।