মোঃ আতিকুর রহমান আজাদ
মাদারীপুর প্রতিনিধিঃ
জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী করতে হবে বলেন স্থানীয় সংসদ সদস্য মাদারীপুর-৩ আসনের এম.পি ও বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ।
আজ সোমবার দুপুরে কালকিনি উপজেলা ও পৌরসভা আ.লীগের মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। কালকিনি পৌরসভা মাঠে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন অগ্রযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত,সমৃদ্ধ ও স্মাট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালকিনি উপজেলা আ.লীগ ও পৌরসভা আ.লীগের উদ্যোগে মাদারীপুর-৩ আসনের ১৫টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা আ.লীগের তৃনমুল পর্যায়ের নেতাকর্মীর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আ.লীগের সহসভাপতি সৈয়দ আবুল বাশার,কালকিনি পৌরমেয়র এসএম হানিফ, পৌরসভা আ.লীগের সভাপতি এ্যাডঃ আবুল বাশার,উপজেলা আ.লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম মৃধা,বাবু ভজন দত্ত,উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ লোকমান হোসেন সরদার,যুবলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির,গোপালপুর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরদার, ডাসার ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ভাসাই, এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিরাজ, সহ ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।