ঢাকাFriday , 26 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

জয়পুরহাট র‍্যাব কর্তৃক মাদকসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

দেশ চ্যানেল
January 26, 2024 10:17 am
Link Copied!

মোঃশিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট পৌর এলাকার পশ্চিম দেবীপুর এলাকা থেকে গাঁজা ও ট্যাপান্টাডল সহ ০৪ মাদক কারবারী কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে পৌর সভার ৫নং
ওয়ার্ডের দেবিপুর এলাকা থেকে ট্যাপেন্টাডল এবং গাঁজা সহ তাদেরকে গ্রেফতার করা হয়।

জয়পুরহাট র‌্যাব৫- জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকা হতে ট্যাপান্টাডল-৪০ পিচ ও গাঁজা-২০ গ্রাম সহ মাদক ব্যবসায়ী গ্রেফকার।

গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার পশ্চিম দেবীপুর গ্রামের গোলাপ রায়ের ছেলে শ্রী বাবু রায়,মোঃ আবুল হোসেনের ছেলে মানিক মন্ডল,মোঃহারুনুর রশিদের ছেলে সাগর,মোঃ আকবর হোসেনের ছেলে মোঃ মামুন।

গ্রেফতারকৃত আসামী বাবু রায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মানিক, সাগর ও মামুন এর মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদেরকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট জেলার সদর থানাধীন পশ্চিম দেবীপুর এলাকা থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল আটক করে।

পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামিদেরকে তল্লাশি করলে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা-২০ গ্রাম এবং ট্যাপান্টাডল-৪০ পিচ উদ্ধার করা হয়। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST