মোঃশিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে ৭৮ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫ সি,পি,সি৩।
সোমবার সকাল ১০ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট র্যাব-৫।
রবিবার দিবাগত শেষ রাতে জয়পুরহাট সদরের ইশ্বরপুর এলাকা থেকে ৭৮ বোতল ফেনসিডিল সহ তাদের গ্রেফতার করে র্যাব ৷
গ্রেফতাররা হলেন- জয়পুরহাট সদরের ইশ্বরপুর গ্রামের মৃত আব্বাস মন্ডলের ছেলে জিল্লুর রহমান (৫৫) এবং জিল্লুর রহমানের ছেলে উজ্জল হোসেন (৩৫)।
র্যাব জানায়, জয়পুরহাট শহরের ইশ্বরপুর এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ৩ টার দিকে আসামি নিকট তল্লাশি করে ৭৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।