মোঃ আমজাদ হোসেন জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাট সদর উপজেলার দাদরা নামক এলাকায় ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, জেলার পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের পশ্চিম মানিক গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে ইদু ও একই উপজেলার ধরন্জী ইউনিয়নের সালুয়া গ্রামের মৃত টেপু সাদুর ছেলে জিতেন বর্মন।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, নওগাঁর রানীনগর থেকে ধান কেটে কয়েকজন শ্রমিক সিএনজি যোগে নিজ নিজ বাড়িতে আসতেছিলেন পথিমধ্যে দাদরা নামক এলাকায় পৌছিলে অপর দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                