ঢাকাSaturday , 5 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ০৭জন নৈশপ্রহরীকে বেঁধে দোকানে দুর্ধর্ষ ডাকাতি।

দেশ চ্যানেল
April 5, 2025 11:42 am
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মোহনপুর বাজারে ৭ জন নৈশপ্রহরীকে বেঁধে ৪টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৪৫ লাখ টাকার মালামাল ট্রাকযোগে লুট করে নিয়ে যায় ডাকাতরা।

ক্ষতিগ্রস্থ দোকানীরা জানান, শুক্রবার আনুমানিক রাত ৩ টায় ২০-২৫ জন মুখোশধারি ডাকাতদল একটি ট্রাকে করে আক্কেলপুরের তিলকপুর ইউনিয়নের মোহনপুর বাজারে আসেন। এরপর ডাকাতরা বাজারে ডিউটিরত ৭ জন নৈশ্যপ্রহরীকে মারপিট শুরু করে বেধে রেখে প্রথমে তারা ওই বাজারের মেহেদী হাসানের কীটনাশকের দোকানে তালা কেটে ৩০ লাখ টাকার কীটনাশক, সাইফুলের মুদিখানার দোকান থেকে নগদ টাকাসহ ৭ লাখ টাকার মালামাল, সানাউল এর কীটনাশক দোকান থেকে আনুমানিক ৫ লাখ টাকার মালামাল ও ফজলুর রহমানের ইলেকট্রনিক দোকান থেকে আনুমানিক ৩ লাখ টাকার মালামাল একই কায়দায় তালা কেটে ঘন্টাব্যাপী ডাকাতি করে ট্রাকযোগে মাল নিয়ে যায় তারা।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST